সর্বশেষ

2/recent/ticker-posts

আস্তিকের পরাজয়?


আস্তিকের পরাজয়? দ্বিতীয় খন্ড।
 Md Shelon Hossain



নাস্তিক, কিরে মূর্খ মোল্লা তোরা তো নারীদের অধিকার দিতে পারিস না, আমরা নাস্তিকরা, নারীদের অধিকার দিয়েছি।

আস্তিক, কেন দাদা?  আমরা তো নারীদের রুজি রোজগার করে খাওয়ায়, আমাদের কাছে নারীদের অনেক পাওনা আছে, ইসলাম সেটাই বলে।

নাস্তিক , ধুর মূর্খ মোল্লা, ইসলামে কি আছে যে যদি সমান অধিকার নিশ্চিত করতে পারে, যদি সামর্থ্য থাকে তাহলে এক জন পুরুষ চারটি বিবাহ করতে পারে।

আস্তিক, দাদা ইসলাম আমাদের একটি দায়িত্ব দিয়েছে, সেটা হলো শারীরিক সম্পর্ক স্থাপন করতে হলে, সেই নারীকে স্ত্রীর অধিকার দিয়ে তার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে, আর একজন নারীকে বিবাহ করে তার দায়িত্ব পালন করা ইসলামের  দৃষ্টিতে অবশ্যই ভালো কাজ,  দ্বিতীয় কথা হলো চারটি বিয়ে বাধ্যতামূলক  নয় যার সামর্থ্য আছে,  যে সমান অধিকার নিশ্চিত করতে পারবে, সে ইচ্ছা করলে করতে পারে,  ইচ্ছুক  যদি সমান অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে সে একটি বিবাহ করবে। ‌

নাস্তিক, আবার এক জন নারী স্বামী থাকা অবস্থায় কিন্তু,  অন্য কোন পুরুষের সাথে যৌন সম্পর্ক  স্থাপন করতে পারে না,  ইসলামের দৃষ্টিকোণ থেকে,  কিন্তু আমরা, নাস্তিক নারীদেরকে আরো বেশি অধিকার দিয়ে থাকি ।

আস্তিক, দাদা আপনারা সে কেমন অধিকার দিয়েছেন, আপনার মা বোনকে শুনি?

নাস্তিক , মূর্খ মোল্লা এবার লাইনে এসেছে, শোন ইসলামে যেমন নারীদের চার জনের সাথে বিবাহ করার উনুমতি দেই না, স্বামী তালাক না দিলে, অন্য আরেকটি বিবাহ করতে পারে না। 
কিন্তু পুরুষদের দিয়ে থাকে, তাই ইসলামের চেয়ে বেশি নারী স্বাধীনতা দেবার জন্য, আমরা নাস্তিক নারীদেরকে চারজনের  সাথে বিবাহ ব‍্যতিত যৌন সঙ্গম করার স্বাধীনতা দিয়ে থাকি, শুধু চার জন নয়  নাস্তিক নারীদের স্বাধীনতা বাড়িয়ে দেবার জন্য, হাজার হাজার পুরুষের সাথে যৌন সঙ্গম করার জন্য নাস্তিক নারীদের, উন্মুক্ত করে দিয়ে থাকি।

মূর্খ মোল্লা তোরা কি মুসলিম নারীদের এতো বেশি স্বাধীনতা দিতে পারবি?

আস্তিক , ও দাদা গো আমি আপনার কাছে গো-হারা হেরে গেলাম, আচ্ছা দাদা আপনারা যে এইভাবে নাস্তিক নারীদেরকে স্বাধীনতা দিয়ে থাকেন, আপনাদের নাস্তিক নারীদের মধ্যে দুই-এক জনের নাম উল্লেখ করে, উদাহরণ সহ যদি বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো।

নাস্তিক, যেমন, ধর, তসলিমা নাসরিনকে আমরা এতো স্বাধীনতা দিয়েছি, যে যত গুলো নাস্তিক ব্লগার আছে তাদের সবার সাথে যৌন সঙ্গম করার স্বাধীনতা দিয়েছি, এমন কোন নাস্তিক কলা সাহিত্যিক নেই, যে তসলিমা নাসরিনের পিছোন‌ সাইট উন্মুক্ত ভাবে  পায় নায়।

আস্তিক, ও দাদা গো আপনার যুক্তির কাছে তো আমি কিছুই নয়, আপনার কাছে তো আমি গো হারা হেরে যাচ্ছি আরো দুই একটা উদাহরন দিলে ভালো হয়?

নাস্তিক, ইসলামে তো, নারী পুরুষের পশু কাম করার অধিকার দেয় না, কিন্তু আমরা নাস্তিকরা দিয়েছি, যেমন সর্ব কালের সর্ব শ্রেষ্ট নাস্তিক নারী কুপা, সে  এখন দিব্বি কুকুরের সাথে যৌন সঙ্গম করছে, কোন বাঁধা নেই, আমরা নাস্তিকরা সেই অধিকার পেয়েছি, মুক্ত চর্চা করে।

আস্তিক, দাদা আপনাদের নারী স্বাধীনতা খুব ভালো লাগছে,  আরো দুই এক জনের উদাহরণ দিন, তার পর আমারা আলোচনা শেষে করব।

নাস্তিক , এই যেমন ধর সর্ব কালের সর্ব শ্রেষ্ট নারী কানিজ, তাহাকে তোদের মতো মূর্খ সমাজ তাকে, পতিতাবৃত্তি করতে বাঁধা দেয়, নুনু পাস পাদিউদ্দিনের সাথে সেক্স পার্টনার হিসেবে, রক্ষিতা হিসেবে,  সবার সাথে মুক্ত চর্চা, মুক্ত সেক্স, করতে বাঁধা দেয়, তাই তাহাকে আমরা জার্মানের মতো উন্নত দেশে, পতিতাবৃত্তি করে সাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছি, এটাই নারী স্বাধীনতা তোরা মূর্খ মোল্লা এসব বুঝিস ?

আস্তিক, আচ্ছা দাদা আপনারা পুরুষের জন্য কি করেছেন,  নাস্তিক ধর্মে পুরুষের স্বাধীনতা কি কি?

নাস্তিক , ইসলামে যেমন বিবাহ বহির্ভূত নারীদের সাথে যৌন সঙ্গম করা নিষিদ্ধ, তাই আমরা পুরুষদের জন্য স্বাধীনতা বাড়াতে, আমরা মুক্ত চর্চা করে, স্বাধীনতা দিয়েছি একজন পুরুষ, হাজার, হাজার, নারীর সঙ্গে যৌন সঙ্গম করার অধিকার  রাখে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো ঝামেলা নেই, এটাকে বলা হয় নাস্তিকয়  মুক্ত স্বাধীনতা, মূর্খ মোল্লা এসব বুঝিস?

আস্তিক , দাদা আপনার যুক্তি গুলো অসাধারণ, আপনার যুক্তি গুলো বিজ্ঞান সম্মত, আপনারা আসলেই মহান, সত্যি আপনারা নাস্তিকরা মহা বিজ্ঞানী, আপনার কাছে গো-হারা হেরে গেলাম, ধন্যবাদ দাদা।

দাদা একটি প্রশ্ন রাখছি, উওর দিতে হবে না, আপনার মা বোনকে ও কি এইভাবে স্বাধীনতা দিয়েছেন?


Post a Comment

0 Comments