'একটু খানি লজ্জা '
মাসুদুর রহমান
আমার ভাই লজ্জা নাই
তাই লজ্জা ভিক্ষা চাই !!
মনোনয়নের দৌড়ে আমি
পঁচিশ আসন পাই !!
কখনও এই কোলে তে
কখনও ঐ কোলে তে !!
কোলে কোলে জীবন শেষ
নিস্তার নাহি পাই ।
আমি লজ্জার মাথা খাই !!
আমি ইসলামী দল করি
আমি ইসলামী কথা বলি !!
ইসলামী কথা বলতে গিয়ে
তাগুতের পথে চলি !!
ইসলামে দলাদলি নাই
তবু আমি দল করি ভাই !!
নিজের দলের বিরুদ্ধে আমি
কুৎসা যে রটাই!!
বাদই দিলাম সেকুলারদের
ধরলাম শুধু ইসলামীদের;
তবুও আমায় বলতে হবে
ওরা খারাপ! আমরা ভাল!!
ভাই বলি শোন তাই;
এবারের ভোট টা যেন,
আমরাই শুধু পাই !!
আমি এবার কোথায় যাই ?
ভাই ধরা বুঝি খাই !!
ইসলাম বলে মুসলমানে
কোনো প্রকার দলাদলি নাই !!
তোরা সব ভাই ভাই !!
না, না, তা কি করে হয় ?
গনতন্ত্র তো আমাদের কে
উল্টা কথা কয় !!
আমি এক মুত্ত্বাকি মুসলিম
মানি আমি গনতন্ত্রের দ্বীন !!
তাই তো আমার কাছে
এসব ফালতু মনে হয় !!
আমি দ্বীনের পথে চলি
আমি দ্বীনের কথা বলি ।
যতদিন আছে দেহে প্রাণ
রাখিব গনতন্ত্রের মান !!
যদিও আমি আজ পরাজিত
নিগৃহীত, অপমানিত, অধঃপতিত
কোথাও আমার মুখ লুকানোর
জায়গাটুকুও নাই ; তবুও আমি
গনতন্ত্রেরই গান গেয়ে যাই !!
দুঃখের কথা কি আর বলি ;
মুসলিম আমি নামে মাত্র
ইসলাম বুঝি নাই !!
তাই তো আমি গনতন্ত্রেরই
গুনগান করে যাই !!
কবিতাটি পড়ার পর কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত!!
দয়া করে মাফ করবেন আমায় । আর হৃদয় দিয়ে কথা গুলো বুঝতে চেষ্টা করবেন প্লিজ । আর হ্যাঁ! নির্দ্বিধায় দ্বিমত পোষণ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আপাতত ।
Masudur Rahman
Govt. Azizul Haque College Bogura
মাসুদুর রহমান
আমার ভাই লজ্জা নাই
তাই লজ্জা ভিক্ষা চাই !!
মনোনয়নের দৌড়ে আমি
পঁচিশ আসন পাই !!
কখনও এই কোলে তে
কখনও ঐ কোলে তে !!
কোলে কোলে জীবন শেষ
নিস্তার নাহি পাই ।
আমি লজ্জার মাথা খাই !!
আমি ইসলামী দল করি
আমি ইসলামী কথা বলি !!
ইসলামী কথা বলতে গিয়ে
তাগুতের পথে চলি !!
ইসলামে দলাদলি নাই
তবু আমি দল করি ভাই !!
নিজের দলের বিরুদ্ধে আমি
কুৎসা যে রটাই!!
বাদই দিলাম সেকুলারদের
ধরলাম শুধু ইসলামীদের;
তবুও আমায় বলতে হবে
ওরা খারাপ! আমরা ভাল!!
ভাই বলি শোন তাই;
এবারের ভোট টা যেন,
আমরাই শুধু পাই !!
আমি এবার কোথায় যাই ?
ভাই ধরা বুঝি খাই !!
ইসলাম বলে মুসলমানে
কোনো প্রকার দলাদলি নাই !!
তোরা সব ভাই ভাই !!
না, না, তা কি করে হয় ?
গনতন্ত্র তো আমাদের কে
উল্টা কথা কয় !!
আমি এক মুত্ত্বাকি মুসলিম
মানি আমি গনতন্ত্রের দ্বীন !!
তাই তো আমার কাছে
এসব ফালতু মনে হয় !!
আমি দ্বীনের পথে চলি
আমি দ্বীনের কথা বলি ।
যতদিন আছে দেহে প্রাণ
রাখিব গনতন্ত্রের মান !!
যদিও আমি আজ পরাজিত
নিগৃহীত, অপমানিত, অধঃপতিত
কোথাও আমার মুখ লুকানোর
জায়গাটুকুও নাই ; তবুও আমি
গনতন্ত্রেরই গান গেয়ে যাই !!
দুঃখের কথা কি আর বলি ;
মুসলিম আমি নামে মাত্র
ইসলাম বুঝি নাই !!
তাই তো আমি গনতন্ত্রেরই
গুনগান করে যাই !!
কবিতাটি পড়ার পর কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত!!
দয়া করে মাফ করবেন আমায় । আর হৃদয় দিয়ে কথা গুলো বুঝতে চেষ্টা করবেন প্লিজ । আর হ্যাঁ! নির্দ্বিধায় দ্বিমত পোষণ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই আপাতত ।
Masudur Rahman
Govt. Azizul Haque College Bogura
0 Comments
Thanks for your comment