সর্বশেষ

2/recent/ticker-posts

সাধু মনজুর আহমদ

সাধু
 মনজুর আহমদ
~~~~~~~~~
এক সাধু ঘাড় ত্যাড়া
মাথা তার ছিল ন্যাড়া
গায়ে ছিল জামা ছেড়া
সদা করে ধ্যান।

বন্ধ করে আখিপাতা
থেকেথেকে নাড়ে মাথা
বিড়বিড় বলে যা তা
ঔম সাবধান।

কখনোবা মাথা তুলে
আজগুবি কথা বলে
আবেগে পাথর গলে
কভু শুনশান।

বনে বসে নির্জনে
সাধু ভাবে আনমনে
খোঁজে তার ভগবানে
কই ভগবান?

দাও নাগো তুমি সাড়া
আমি আজ ছন্নছাড়া
দেশ জাতি ঘর হারা
ডাকি ভগবান।


তুমি যে না দেখা দিলে
বৃথা যাবে সব জলে।
আমার যে অন্তর তলে
পুড়ে হবে ছাই।

একদিন যাই কাছে
বসি আমি তার পাশে
বলি কোমল জিজ্ঞাসে
পেলে তারে ভাই?

এতকরে ডাকাডাকি
তবু যদি দেয় ফাকি
জীবনের শেষ বাকি
সব যে বৃথাই।

উত্তরে সে যা বলে,
"করি ধ্যান জঙ্গলে
ফলমূল ভক্তি মিলে
তারে নাহি পাই"

উদ্ভট ধ্যান  ছাড়ো
জ্ঞান বাণী সব পড়ো
লা শরীকে নাম ধরো
হবে যে উপায়।

যদি চাও নিজ মুক্তি
লা শরীকে কর ভক্তি
মনে পাবে মহা শক্তি
ডাকিলে আল্লাই।

এ বিশ্ব যে তার গড়া
একবার ডাকে যারা
দশবার দেন সাড়া
হন যে সহায়।

যত পাপ যত ভ্রষ্ট
আরো যত আছে কষ্ট
সাফ হয়ে হবে স্পষ্ট
কোন দ্বিধা নাই।


মনজুর আহমদ
ইসলামি বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া।
২৯/০৯/২০১৭ 
.