ডুবাও ভাসাও
এইচ এম মাসুদ রানা
ডুবাও_ভাসাও
ফাঁসছিরে ভাই,
ফাঁসছিরে!
উবার,পাঠাও জলের তলে;
মাইনকা চিপায়
ফাঁসছিরে!
উন্নয়নের জোয়ারজলে
নৌকা ছাড়াই
ভাসছিরে!
মনের জ্বালা মনেই রাখি,
খুশির ঠ্যালায়
হাসছিরে!
কথা বলার সুযোগ তো নাই,
কথায় কথায়
ফাঁসছিরে!
বুকে জ্বালা,মুখে তালা,
সুখের জ্বালায়
কাঁশছিরে!
উন্নয়নের জোয়ার দেখে
খাচ্ছি মনে
টাশকিরে!
ভাসাও,ডুবাও সব পাবি মন,
আর তুই বল
চাস কিরে?
বলবো কি ভাই বলার কথা
উল্টো হয়ে
ঝুলছিরে!
নানান কথার দোলাচলে
নানান দোলায়
দুলছিরে!
নানান মুখে শুনি শুধু
নরমগরম
বুলিরে!
চলছে স্বদেশ অগ্রপথে,
জয়ধ্বনি
তুলিরে!!
উড়ছে রকেট,ভরছে পকেট,
ধনিরা সব
স্বস্তিতে!
বাস্তবতা ভিন্নতর
গরিব মরে
বস্তিতে!
ঠাণ্ডাজ্বরেও মন্ত্রী,ধনী
সিঙ্গাপুরে
উড়ে যায়!
লক্ষ গরিব ধুঁকে মরে
হাসপাতালের
বারান্দায়!
ঊর্ধ্বগতির বাজার হতে
ভেজাল,বিষ
খাচ্ছি রোজ!
রাজপ্রাসাদে খায় হে রাজা;
নেওয়ার মতো
নেয় না খোঁজ!
জনগণের নাভিশ্বাসে
শ্বাস নিতেও
কষ্টরে!
আমজনতার দাম নাই ভাই
এই কথা
স্পষ্টরে!
হাজার রকম কর্ম দেখি
উন্নয়নের
জোয়ারে!
ঠেসেঠুসে বস্তা গাদাও
এক শহরেই
খোঁয়াড়ে!
কোটি বেকার হতাশাতে;
উন্নয়নের
ধোঁয়া দে!
কোটার খুঁটায় লোটা লাগা,
মায়ের চরণ
ছোঁয়া দে!
পথেঘাটে মরছি আজো
চাকার তলে
পিষেরে!
কাবাব হয়ে পুড়ছি আজো
জ্বলছি নানান
বিষেরে!
এই কি আমার স্বাধীন স্বদেশ,
ভরসা পাবো
কিসেরে?
স্বাধীন দেশে মরছি আমি
দালালজীবির
দর্শনে!
আজো মা-বোন লাঞ্ছিত হয়
রাজাকারের
ধর্ষণে!
ঘটলে ঘটন তদন্ত হয়,
দায়সারা কাজ
চলেরে!
দুদিন পরেই লাউকদু ভাই,
লালবাতিটা
জ্বলেরে!
রক্ষাকর্তা তলে তলে
ভোগের মাঝে
মত্তযে!
অনিয়মের বেড়াজালে
মত্ত কুমির
কত্তযে!
অনিয়মই নিয়ম আজি
মিথ্যাটাই আজ
সত্যযে!
গুজব ভরা দেশরে আমার
গজব মারা
আজব দেশ!
তেল দিলেই সাধু সাধু
সত্য বললে
জীবন শেষ!
বিচার বিচার পাই না বিচার
নিয়ন্ত্রিত
ফন্দিরে!
স্বাধীন দেশে অধীন আমি,
আছি আজো
বন্দিরে!
হলুদ রঙের মিডিয়ারা
খোঁজে নতুন
ইস্যু রোজ!
সত্য-স্বাধীন আদর্শটায়
অনেকেরই
নাইতো খোঁজ!
সত্য বলার রাইট নাই আজ
এইতো আমি
স্বাধীনরে!
নাগের ডগায় দালালগুলো
নাচে তাধিন
তাধিনরে!
একাত্তরের মতো আগুন
জ্বলতে বাকি
ক'দিনরে?
স্বাধীনতা ব্যবসাদারের
একচেটিয়া
ভোগেতে!
মুমূর্ষু আজ গণতন্ত্র,
ভুগছে নানান
রোগেতে!
লাল-সবুজের পতাকাটা
দালাল দাঁতে
খায় ছিঁড়ে!
ঐ দালাল-দাঁতন ভেঙে দিতে
মুক্তিসেনা
আয় ফিরে!!
তেলছাড়া এই কাব্য বলে
হয়তো হবে
জেল,ফাঁসি!
তবু আমি চাটবো না পা,
চাইবো নারে
রাজহাসি!
সর্বশেষে বলে রাখি
আমি কোন
দলের নই!
সত্য বলি! সত্যে জ্বলি!
ন্যায়ের পথেই
অটল রই।
(অসম্পূর্ণ)
-
📝এইচ এম মাসুদ রানা
৯এপ্রিল,২০১৯; বিকেল ৩:৪৫টা; ঢাকা।
সম্ভাব্য কাব্যগ্রন্থ:🔥#স্ফুলিঙ্গ-১৮সাল#🔥