বই ''ধর্মের সন্ধানে''
পার্ট-২১
"একদিন মরতে হবে"
পার্ট-২১
"একদিন মরতে হবে"
লেখক নীল
সম্পাদনা জিয়ানুর রহমান
সেই কমল বাবু যাকে দেখলে আমার মেজাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তিনি আসছেন আমার আশ্রিত পিতাকে কান পড়া দিতে।আমি কিনা
নাস্তিকতা ছেড়ে আমাদের নিজস্ব সমাজ ছেড়ে ধার্মিকদের দিকে অগ্রসর হচ্ছি, এখন ঐ পথ থেকে আমাকে ফিরিয়ে আনতে একমাত্র রঙ্গ লীলাই প্রধান হাতিয়ার। পিতা কথা গুলি শুনছে আর ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কমল বাবুর দিকে। আর কমল বাবু তার কর্কশ কন্ঠ দিয়ে পিতাকে বয়ান দিয়ে যাচ্ছে কিভাবে আমাকে আবারও পুনরায় তাদের দিকে ফিরিয়ে নেওয়া যেতে পারে। কমল বাবু আর আশ্রিত
পিতার আলোচনার ফাঁকে আশ্রিত পিতা আমাকে ডেকে কাছে নিয়ে আসলেন। কমল বাবু আমাকে দেখেই বলতে শুরু করে দিলেন তুমি এখন প্রাপ্ত বয়স্ক যুবক। এই বয়সে তুমি কোথায় সুন্দর সুন্দর রমনীদের কে নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠবে বন্ধু
বান্ধব নিয়ে ঘুরে বেড়াবে। তা না করে
সারাদিন আনমনে একা ঘরে কোনে বসে থাক সেটা কি শোভা পায় বাবা? আমি কমল বাবু কে বললাম, আমি ঘরের কোনে একা বসে ভাবি। আমাদের সবাই কে একদিন মরতে
হবে, এই সুন্দর পৃথিবী
ছেড়ে সবাই কে চলে যেতে হবে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? আমার কথা শুনে আশ্রিত পিতা ও কমল বাবু দুজনেই আঁতকে উঠলো। আশ্রিত পিতা তখন বললো বাবা জীবনটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। সবাই কে মরতে হবে কেউ কখনো চিরদিন বেচে থাকে না কিংবা থাকবে
না, কারণ এটাই প্রকৃতির লীলা, তাই এই ক্ষণস্থায়ী জীবন টাকে কেবল মাত্র উপভোগ কর, মৃত্যুর কথা চিন্তা করে এই ক্ষনস্থায়ী জীবন টাকে নরকে পরিণত
কর না। পাশ থেকে কমল বাবু বললো তোমার পালক ছেলে অল্পতে পেকে গেছে, এই দেখ আমাকে দেখ ঢাকায় কোন লোক ছিল না পাশে দাড়ানোর মতো, শূন্য থেকে আজ এতো বড় হয়েছি, কেন মৃত্যু কি আমার হবে না? আমি তো মৃত্যু কে ভয় করি না, আজ যদি তোর মতো মৃত্যুকে ভয় করতাম তাহলে আমার ব্যবসা গুলিও আর
সামনের দিকে নিয়ে যেতে পারতাম না আর আমিও এতো টাকা পয়সার মালিক হতে পারতাম না, শুন মৃত্যুকে ভয় করে কাপুরুষেরা, মৃত্যুকে জয় করতে শিখ অনেক দূর যেতে পারবে। আমি মুচকি একটা হাসি দিলাম, আমার হাসি দেখে তারা উভয়ই অবাক হলো।কমল বাবু বললো কিরে আমি আর তোর আশ্রিত পিতা এতক্ষণ যা কিছু বললাম
কিছুই কি তোর মগজে গাঁথেনি? আমি বললাম না আপনাদের কথা গুলি হজম করা কষ্ট হয়ে যাচ্ছে, তবে আমি একটা কথা বলি প্রাণ যেহেতু আছে মৃত্যু তো একদিন হবেই, সেটা আজ হোক কিংবা কাল হোক, কিন্তু আপনিও কখনো মরে দেখেননি, আমিও কখনো মরে দেখেনি, আশ্রিত পিতাও কখনো মারা যেয়ে জীবিত হয়ে ফিরে আসেনি, কিংবা মৃত্যু ব্যাক্তির সাথে আমাদের কখনো সাক্ষাৎও হয়নি, তাই মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমরা সবাই দুটানার মধ্যে থাকি, তবে মৃত্যু ভয়ংকর, এর স্বাদ সবাইকে গ্রহন করতে হবে, আমি মৃত্যুকে ভিষণ ভয় করি, এমন কে আছে এই
পৃথিবীতে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেয়? আমি যখন কোন
রমনীর সাথে রাত কাটাতে চাই ভয়ংকর মৃত্যুর কথা মনে পড়ে আমার সব কিছু জলে মিশে যায়, আমি যখন মদ্য পান করে
নেশা গ্রস্থ হয়ে মাতাল উন্মাদ হতে চাই, ভয়ংকর মৃত্যু
সেখানেও দেয়াল হয়ে দাঁড়ায়, আমাদের জীবন তো ক্ষনস্থায়ী, এই ক্ষনস্থায়ী জীবন দিয়ে আমি কেবল মাত্র মৃত্যু পরবর্তী জীবনে কি হবে কিংবা কি ঘটবে সেটা জানার
চেষ্টা করছি, আমার জীবন যদি চিরস্থায়ী হতো তাহলে আমিও কমল বাবুকে টপকে টাকার পাহাড় গড়তে শুরু করে দিতাম।
চলবে, , ,
0 Comments
Thanks for your comment