সর্বশেষ

2/recent/ticker-posts

ধর্মের আবশ্যকতা আমাদের বিবেক কি স্ট্যান্ডার্ড?

#ফারিস_সিরিজ-১
#উপলব্ধিঃ ধর্মের আবশ্যকতা
আমাদের বিবেক কি স্ট্যান্ডার্ড?
আচ্ছা মাও সেতুং এর নাম শুনেছেন?
তার প্রত্যক্ষ নির্দেশে ৬- ১০ মিলিয়ন লোককে হত্যা করা হয়।
ষ্ট্যালিন ছিলেন সমজতান্ত্রিক পৃথিবীর এক কুখ্যাত নেতা যিনি তার প্রজাদের রক্তে নিজের হাতকে রঞ্জিত করেছিলেন। তার শাসনামলে প্রায় ২০ মিলিয়ন লোককে হত্যা করা হয় যার মধ্যে শুধুমাত্র ককেশাস অঞ্চলেই মৃতের সংখ্যা ছিলো ১০০০০০০ জন।
সমাজতন্ত্রীদের কারণে বিশ্বে কি পরিমাণ লোক নিহত হয়েছিল?
- The Black Book of Communism এর দেয়া তথ্যানুসারে বিশ্বে প্রায় ১০০ মিলিয়ন লোক নিহত হয় এদের কারণে।
আমাদের দেশে মিনি স্কার্ট পরে বের হওয়াটা কি?
- অসভ্যতা।
- পশ্চিমা দেশগুলোতে?
- স্বাভাবিক।
- শুধু স্বাভাবিকই নয় বরং তাদের দেশে যদি কেউ বিকিনি পরেও রাস্তায় বের হয় তাহলেও সেটা তাদের দৃষ্টিতে দোষের কিছুই নয়। আবার তুমি যদি দক্ষিণ ফ্রান্সের সমুদ্র সৈকতে যাও, দেখতে পাবে সেখানে সকল বয়সের অসংখ্য নারী শরীরের ঊর্ধ্বভাগ সম্পূর্ণ উলঙ্গ করে টপ্লেস পরে রৌদ্রস্নান করছে। আরেকটু এগিয়ে আমেরিকার পশ্চিম উপকূলে যাও, সেখানে সৈকতে অসংখ্য নগ্নবাদীদেরকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে রৌদ্রস্নান করতে দেখবে। তাহলে এখন বল তো কোন সংস্কৃতিটা আমাদের জন্য আদর্শ বলে বিবেচিত হবে?
.
আমাদের দেশ ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ১৯৭১ সালে সংগঠিত যুদ্ধকে তুমি কিভাবে দে খেন্?
- এটা মুক্তিযুদ্ধ। এটা ছিল পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের দেশের স্বাধীনতার লড়াই।
- হ্যা, অবশ্যই। অবশ্যই এটা মুক্তিযুদ্ধ। কিন্তু পশ্চিম পাকিস্তানের কাছে এই যুদ্ধটা কি ছিল?
জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোন মানদণ্ড দিয়ে মানুষের কর্মগুলোকে বিচার করবে?
- বিবেক।
যদি কেবল বিবেক বুদ্ধির উপরেই নির্ভর করে সব কর্মগুলোকে যাচাই করতে যান তাহলে অবশ্যই সেটা ভুল হবে।
- কেন ভুল হবে?
- কারণ আপনার বিবেক যেটাকে ঠিক মনে করছে, সেটা অন্যের কাছে ঠিক মনে নাও হতে পারে। আবার অন্যের বিবেকের কাছে যেটা ঠিক মনে হচ্ছে সেটা আপনার কাছে ঠিক নাও মনে হতে পারে।
আমাদের চোখে মিনি স্কার্ট কিংবা বিকিনি পড়ে রাস্তায় বের হওয়াটা অন্যায় কিন্তু জাপানীদের চোখে তা স্বাভাবিক।আমাদের চোখে নগ্ন হয়ে সমুদ্রসৈকতে স্নান করাটা অন্যায় কিন্তু পশ্চিমাদের চোখে তা স্বাভাবিক। আপনার কাছে মাও সেতুং কিংবা জোসেফ ষ্ট্যালিনের কর্মকাণ্ডগুলো সন্ত্রাসবাদ মনে হলেও তাদের চোখে ও তাদের একনিষ্ঠ অনুসারীদের চোখে তা স্বাভাবিক।আমাদের দৃষ্টিতে ১৯৭১ সালের যুদ্ধটা মহান স্বাধীনতার যুদ্ধ হলেও, পশ্চিম পাকিস্তানের দৃষ্টিতে তা সন্ত্রাসবাদ।আমাদের কাছে সমকামিতা অস্বাভাবিক ব্যাপার হলেও হুমায়ুন আজাদ কিংবা অভিজিৎ রায়দের কাছে তা স্বাভাবিক। তাহলে আমাদেরকে অবশ্যই একটা কিছুকে ষ্ট্যান্ডার্ড ধরতে হবে, যার সাথে তুলনা করে আমরা আমাদের সকল কর্মকে বিবেচনা করে দেখব যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর এই ষ্ট্যান্ডার্ড যদি মানুষ ঠিক করতে যায় তাহলে বিপত্তি ঘটবে।
- কেন?
কারণ এক দেশের ষ্ট্যান্ডার্ড আরেক দেশে চলবে না। এক সমাজের ষ্ট্যান্ডার্ড আরেক সমাজে চলবে না। এক শতাব্দীর ষ্ট্যান্ডার্ড আরেক শতাব্দীতে চলবে না। আপনি যেমন পশ্চিমাদের ষ্ট্যান্ডার্ড মানবেন না, তারাও আপনাদেরটা মানবে না। আপনি যেমন গ্রীকদের ষ্ট্যান্ডার্ড মানবেন না তারাও আপনারটা মানবে না। আপনি যেমন নগ্নবাদীদের ষ্ট্যান্ডার্ড ফলো করবেন না, তারাও আপনারটা ফলো করবে না।আপনি যেমন অভিজিৎ রায়ের মত সমাকামীদের ষ্ট্যান্ডার্ড ফলো করতে আনইজি ফিল করবেন, তারাও আপনারটা ফলো করতে আনইজি ফিল করবে। আর মানুষের তৈরি ষ্ট্যান্ডার্ড পরিবর্তনশীল। তাহলে বলেন কোন জিনিসটা ঠিক আর কোনটা ভুল আমরা তা কিভাবে নির্ণয় করব?
.
একটা সময় প্রাচীন গ্রীক ছিল সভ্যতার রাজধানী, এরপর রোমান সভ্যতা। কিন্তু কালের আবর্তনে তাদের সমাজে প্রচলিত ষ্ট্যান্ডার্ড বর্তমান বিশ্বে অচল । শুধু অচল নয় হাসির পাত্রও বটে। তাই ষ্ট্যান্ডার্ড যিনি ঠিক করতে পারেন তিনি হলেন আমাদের স্রষ্টা। সেই স্রষ্টাই আমাদের ষ্ট্যান্ডার্ড হিসেবে পাঠিয়েছেন ধর্ম। ধর্মের বিধিবিধান ঠিক করার জন্য তিনি পাঠিয়েছেন ওহী। আর ওহীকে বাস্তবায়ন করার জন্য পাঠিয়েছেন নবী ও রাসূলদের। স্রষ্টা প্রেরিত ওহীকে যদি আমরা সকল কর্মের ষ্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করি তাহলে আর কোন সমস্যাই থাকে না। মানুষ আমার কিংবা আপনার বিবেক প্রসূত ষ্ট্যান্ডার্ড মানতে বাধ্য না হলেও স্রষ্টা প্রণীত ষ্ট্যান্ডার্ড মানতে ঠিকই বাধ্য, কেননা স্রষ্টা তাকে সৃষ্টি করেছে। আর মহান স্রষ্টা কর্তৃক প্রণীত সেই ষ্ট্যান্ডার্ড এর নাম হল আল কোরআন, যাকে আমরা মুসলিমরা সকল কর্মের ষ্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করি।
.
ফারিসের কথা শেষ হতেই আসিফ মাথা নিচু করে আমাদের সামনে থেকে চলে গেল। আমি ওকে আটকাতে যাব এই মূহুর্তে ফারিস আমাকে মাথা নেড়ে নিষেধ করল।
.
ফারিস সিরিজ-০১/ জাকারিয়া মাসুদ