সর্বশেষ

2/recent/ticker-posts

বই ''ধর্মের সন্ধানে''

''ধর্মের সন্ধানে''
In Search of Religion

সম্পাদনা  
জিয়ানুর রহমান


বইটির মূল্যঃ  ১৪০ টাকা
বাজার দামঃ ৫০ টাকা
পেজঃ ৮৮ 
যোগাযোগঃ01841612728



 
 
 
ভূমিকা

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ নিমিত্ত

বর্তমান আমাদের সমাজের যুবকদেরকে একশ্রেনীর মানুষ মানবতার নামে কিংবা ব্যক্তি স্বাধীনতার নামে নাস্তিকতা নামক এক ভয়ংকর হতাশাগ্রস্থ জীবনের দিকে আহবান করছেআবার নারীদের কে অধিকারের নামে ব্যভিচারের দিকে ডাকছে, বিষয়টি এমন যে শেয়াল মুরগীর স্বাধীনতা চায় এই বই নিয়ে তিনটি কথা বলবো
 

) বইটির সংক্ষিপ্ত আলোকপাত ) লেখক সম্পর্কে ) আমার উদ্দ্যেশ্য

প্রথমে আসি বই সম্পর্কে, বইটি  মূলত আত্মজীবনীমূলক বইটিতে একজন নাস্তিক পরিবারে জন্ম নেওয়া তার ব্যক্তি জীবনের বাস্তবতা তুলে ধরেছেন কিভাবে আমাদের সমাজের  নাস্তিকরা মিথ্যা প্রচারণা চালায় কিভাবে তারা ধর্মের অপব্যাখ্যা করে এসব বিষয়বইটির লেখক তিনি ঐ ঘৃণীত নাস্তিকতা থেকে নিজেকে ধর্মের মধ্যে নিজেকে নিয়োগ করতে চান বইটি দুই ভাষায় প্রকাশ করা হয়েছে যাতে পাঠকদের এই বই থেকে দুইভাবে উপকৃত হতে পারেন বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়লে বুঝতে অসুবিধা হতে পারে বইটির প্রতিটা পর্বের শেষে  যুক্তি এবং শিক্ষানীয় বিষয় উল্ল্যেখ করা হয়েছে বইটি  মূলত নাস্তিকতার বিরুদ্ধে লেখা



) লেখক সম্পর্কেঃ লেখক সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। তার সাথে অনলাইনে কথা হয়েছিল,তার অনুমতি নিয়ে এবং সে নিজে আমাকে লেখা দিয়ে,বইটি প্রকাশের অনুমতি দিয়েছেন। লেখক তার আসল পরিচয় তুলে ধরেননি কারণ তার নিরাপত্তার ব্যাপার যাতে করে নাস্তিকরা তার কোনো ক্ষতি করতে না পারে। তাই আমি নিজে লেখকের একটি ছদ্মনাম দিয়েছি নীল। জারজ নাস্তিক নামটি লেখকের নিজের।সে এই নামে অনলাইনে লেখালেখি করে।
একদিন লেখক আমকে প্রশ্ন করেছল, নাস্তিকতা বলতে আপনি কি বুঝেন? আমি উত্তরে বলেছিলাম, মানুষিক ব্যধি। লেখক নাস্তিক বলতে বলেছিলেন, নাস্তিক মানে নোংরামী।

) আমার অভিমতঃ আমাদের সমাজের অধিকাংশ মানুষ তারা ধর্মগ্রন্থ খুলে পড়েনা, পড়লেও ভালো ভাবে বোঝেনা, এই সুযোগটি কাজে লাগায় নাস্তিকরা। ধর্মের অপব্যখ্যা, সৃষ্টিকর্তা সম্পর্কে উদ্ভট প্রশ্ন করে সাধারণ মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দেওয়া তাদের কাজ।
তাছাড়া কিছু উল্টা-পাল্টা প্রশ্ন করে মানুষকে হতাশার দিকে ঠেলে দেওয়া তাদের উদ্দ্যেশ্য বইটি প্রকাশের আমার একমাত্র উদ্দ্যেশ্য সমাজের যুবকদের এই বার্তা টি দেওয়া যে নাস্তিকতা সমাস্য কিন্তু সমাধান নয়। এটি হতাশাগ্রস্থ, নোংরামী, অশান্তি ছাড়া কিছুই দিবে না। তাদের মুখে শুধু মানবতার কথা, অথচ গোপনে বিভ্রান্ত ছড়ানো। যুক্তি শুধু তাদের কাছে দেখাবে যারা ধর্ম থেকে একটু দূরে থাকে কারন তাদের কে সহজে বিভ্রান্ত করা যায়।
পরিশেষে ইংরেজি অনুবাদক কে অসংখ্য ধন্যবাদ জানায়এই কাজের সহযোগিতা করার জন্য।
মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি দয়া করে এই নগন্য কর্মটুকু কবুল করে নিন।আমিন।

সংকলক ও সম্পাদনা
জিয়ানুর রহমান