বৌ ভাত, গায়ে হলুদ, জন্মদিন, নববর্ষ অনুষ্ঠান বিদআত
এগুলো টাকার অপচয় ,আল্লাহ আমাদের খুশির ও
আনন্দের জন্য ২টি ঈদ দিয়েছেন আর আমরা চিন্তা করি কি করে আরো খুশির ও
আনন্দের দিন আমাদের মাঝে আনা যায় – নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে গুলো আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন তারমধ্যে নতুন কিছু যুক্ত করা বিদআত
। আমরা যদি ৯৫% ইসলাম মেনে চলি আর ১% থেকে ৫% অন্য কোন ধর্ম থেকে নিয়ে
মেনে চলি তাহলে এইটা আর ইসলাম থাকে?
সুরা আল ইমরান ১৪৯ নং আয়াতে আল্লাহ
বলছেন – হে মানুষ ,তোমরা যারা (আল্লাহর উপর) ঈমান এনেছো,তোমরা যদি
অমুসলিমদেরদের অনুসরণ করতে শুরু করো তাহলে এরা তোমাদের পূর্ববর্তী
(জাহেলিয়াতের) অবস্থা ফিরিয়ে নিয়ে যাবে। ফলে তোমরা নিদারুণ ক্ষতিগ্রস্ত
হয়ে পড়বে।
সুরা বাকারা ২৭০ নং আয়াতে আল্লাহ বলছেন –
তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু মান্নত করো আল্লাহ তা নিশ্চয়ই জানেন
,যালেমদের কোন সাহায্যকারী নাই।
তিরমিযী শরীফ -কিয়ামত অধ্যায় -২৩৫৮ নং
হাদিস -মাসুউদ রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রোজ কিয়ামতে পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে তার একটি হল: তুমি তোমার ধন
সম্পদ কোথা থেকে আয় করেছো এবং কোন খাতে ব্যবহার করেছো?
মেশকাত শরীফ -৬ষ্ট খন্ড -৩০৭৩ নং হাদিস
-আনাস (রাঃ) বলেন নবী (সাঃ) যয়নবের বিয়েতে যত বড় বিবাহ ভোজ করেছেন তা
অন্য কোন বিবির জন্য করেননি,তাতে তিনি একটা ভেড়া দিয়ে বিবাহ ভোজ
করিয়েছেন ।
অতএব বিবাহের সময় অনুষ্ঠান বা বিবাহ ভোজ
একটা (যে পক্ষই অনুষ্ঠান করুক বা উভই পক্ষ একত্রে অনুষ্ঠান করুক) এগুলো
বিদআত কেন – নবী সাঃ এর সময় লোকজন বিয়ে করেছে ও নবী সাঃ অনেকের বিয়ে
দিয়েছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবৌ ভাত ,গায়ে হলুদ
অনুষ্ঠান করেনি এজন্য এগুলো বিদআত (নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাগরিবের নামায পড়েছেন ৩ রাকাত এখন আপনি কি ৪ রাকাত নামায পড়বেন মাগরিবে?
তিনি বিয়ের নিয়ম আমাদের বলে দিয়ে গেছেন?)
মেশকাত শরীফ-৬ষ্ট খন্ড -৩০৮০ নং হাদিস আবু
হুরাইরা রাঃ থেকে বর্ণিত -নবী সাঃ বলেছেন সর্বাপেক্ষা মন্দ সে অলীমার ভোজ
(বিবাহ ভোজ) যাতে ধনীদের দাওয়াত করা হয় আর গরীবদের বাদ দেওয়া হয়।
আমাদের উচিৎ যাদের বিবাহ ভোজে যাচ্ছি
তাদের জন্য দোয়া করা। সেইটা অধিকাংশ লোকই আমরা করি না। গিফট না নিয়ে গেলে
মান সম্মান থাকবে না অথচ গিফট বিবাহ ভোজের অংশ না ,দোয়া বিবাহ ভোজের
অংশ।(গিফট দেওয়া যাবে না তা না , কিন্তু আমাদের দোয়া করা উচিৎ)
0 Comments
Thanks for your comment