"তুমি মানবের কল্যাণের জন্য"
জিয়ানুর রহমান
যাহার জন্য দ্বন্দ্ব,কলহ করি
দিবে কি এমন আহমরি?
যাহার জন্য বিচ্ছিন্ন পিতা-পুত্র
ধ্বংস করো ঘনিষ্ঠ ভ্রাতৃত্ব।
বহু আরধনার ফল, সমাজে জানিবে
সম্মান স্পৃহার দৃষ্টিতে দেখিবে।
তোমায় ত্রাণ করিবে সমাদার
কিংবা পাইবে মহিমা।
এসব পক্ষের ভুবন বলিবে,
পরিচিতি,সম্মান,সকল ক্ষণিকের।
বিলক্ষণ পক্ষ ঘৃণার ক্ষেপনে দেখিবে,
নাম শুনিয়া ফেলিবে নিষ্ঠীবন,
অধিকতর সহস্র তিরস্কার মিলবে,
ক্ষমতাচ্যুত হওয়ায় তুমি সহায়হীন।
বুদ্ধি ফিকির করিয়া ফিরে পেলে,
পক্ষে সমাদার,বিপক্ষীয় ঘৃণা চলে,
যদি না হও ন্যায়পরায়ণ।
আমি রাজনৈতির কথা বলছি,
আমি অধিপত্যর ধারে উতপীড়নদের কথা বলছি,
আমি আইনের ধারে ঘুষ গ্রহীতার কথা বলছি।
আমি অধিপত্যর ধারে অনৌচিত্য কারীদের কথা বলছি,
আমি সুশাসন বিকৃতদের কথা বলছি,
আইন ভঙ্গকারী অথচ শাসন নেই তাঁদের কথা বলছি।
আমি সে কর্মের কথা বলছি,
যে কর্ম মানবকে করে চারপায়ী জন্তুর ন্যায়,
ক্ষয়ে যায় মনুষ্য, মোহাচ্ছন্ন হয়।
তুমি রাজনীতি করো প্রতিবন্ধক হবোনা,
মানবতা,সহানুভূতি ভুলে যেওনা।
মানবে তোমায় গঠন করে,নিষ্ঠ-বিচার,মানবতা, ভালোবাসা পাইবে,
মানবে তোমায় নির্মাণ করে সুশ্রঙ্খল,জাতীয় উন্নতি দেশের স্বার্থে।
তুমি মানবের কল্যাণের জন্য,
তুমি নও স্বার্থ সিদ্ধ কিংবা সমাদরের জন্য,
তুমি মানবের কল্যাণের জন্য।
Writer
Zianur Rahman
Writer
Zianur Rahman