সর্বশেষ

2/recent/ticker-posts

"ভেজাল" মাসুম আলভী

ভেজাল
মাসুম আলভী

ভেজাল চারদিকে ভেজাল
চালে ডালে এখন আবার ডিমেও,
সবুজ শাক সবজি
বাদ পড়েনি কলাতে।

ভেজাল চারদিকে ভেজাল
আটা ময়দা আর তেলে,
বাঁকি রাখেনি ;
আঙ্গুর অ্যাপেল কমলাতে।

ভেজাল চারদিকে ভেজাল
চাকরিতে চোখের ইশারাতে,
দারোয়ান চৌকিদার কিংবা পিয়োনে
এমন কী দুদকের পর্যবেক্ষণে।

ভেজাল চারদিকে ভেজাল
মানুষের চিন্তা চেতনাতে,
মেয়েদের রুপের রহস্যে
দেখছি এখন ভালবাসাতে।

ভেজাল চারদিকে ভেজাল
শুনছি আজ নতুন করে
বিষেও কাজ হচ্ছে না,
আর কত কি যে দেখতে হবে
আজব এই কারখানাতে।
মাসুম আলভী
ইসলামী বিশ্ববিদ্যালয়

Post a Comment

0 Comments