সর্বশেষ

2/recent/ticker-posts

আস্তিকের পরাজয়? Md Shelon Hossain


আস্তিকের পরাজয়?

Md Shelon Hossain



নাস্তিক, কিরে মূর্খ মোল্লা।

আস্তিক, দাদা কিছু বলবেন?

নাস্তিক, কিছু প্রশ্ন করবো?

আস্তিক, ঠিক আছে করেন।

নাস্তিক, বল তো মূর্খ মোল্লা বাজারে বস্ত্রের দাম কারা বাড়িয়েছে কেন বেড়েছে?

আস্তিক, জানিনা দাদা।

নাস্তিক, বাজারে বস্ত্রের দাম বেড়েছে তোদের জন্য তোদের মতো মূর্খ মোল্লাদের জন্য কারণ তোরা আমাদের মতো,  মানে নাস্তিকদের মতো, বিবস্ত্র হয়ে থাকতে পারিস না তোদের ধর্মের নারীরা আমাদের মানে, নাস্তিক নারীদের মতো নগ্ন হয়ে থাকতেই পারে না। যদি নগ্ন হয়ে থাকতো তাহলে পোশাকের দাম বাড়তো না।

আস্তিক, ঠিক আছে দাদা সেটা না হয় মেনে নিলাম কিন্তু খাদ্য দ্রব্যের দাম কিভাবে বাড়লো?

নাস্তিক, সেটাও তোদের জন্য কারণ তোরা সন্তান জন্ম দিয়ে আমাদের মতো, মানে নাস্তিকদের মতো ডাসবীনে, ড্রেনের মধ্যে, অথবা পানির ট্যাংকের ভেতর, ছুড়ে ফেলে দিতে পারিস না, এইজন্যই খাদ্য দ্রব্যের দাম বেড়েছে।

আস্তিক, হাঁ দাদা ঠিকই বলেছেন এসব আমরা পারি না আপনার কাছে হেরেই গেলাম।

নাস্তিক, এবার পরবর্তী প্রশ্ন।

আচ্ছা মূর্খ মোল্লা তোরা আমাদের মতো অতি দ্রুত ধনী হতে পারিস না কেন?

আস্তিক, জানিনা দাদা আপনি বলেন।

নাস্তিক, হাঁ হাঁ হাঁ জানবি কিভাবে তোরা তো আমাদের মতো, ইহুদি, খ্রিস্টান, মিশনারিদের, সাথে হাত মিলিয়ে ইসলাম ধর্ম বিদ্বেষ ছড়িয়ে টাকা ইনকাম করতে পারিস না।

আস্তিক, হ‍্যা দাদা ঠিকই বলেছেন এখানেও হেরে গেলাম।

নাস্তিক, আচ্ছা মূর্খ মোল্লা তোরা বিজ্ঞান সম্পর্কে কিছু জানিস।

আস্তিক, না দাদা।

নাস্তিক, তাহলে শোন আমরা মানে নাস্তিকরা এমন একটি থিওরি আবিষ্কার করেছি, সেই থিওরি দ্বারা আমরা, মানে নাস্তিকরা, সমকামীতা করেও সন্তান জন্ম দিতে পারি তোরা পারিস?

আস্তিক, নাউজুবিললা, না দাদা এসব আমরা পারি না। এখানেও হেরে গেলাম।

নাস্তিক, আচ্ছা মূর্খ মোল্লা কৌশল সম্পর্কে তোদের কোন ধারণা আছে?

আস্তিক, কি ধরনের কৌশল দাদা?

নাস্তিক, এই ধর আমাদের, মানে নাস্তিক নারীরা অবৈধ গর্ভপাত ঘটাতে হাসপাতালে যাই বোরকা পড়ে যাতে করে সব দোষ মুসলিম নারীদের ঘাড়ে পড়ে।

আমাদের মানে নাস্তিক নারীরা, মাদক দ্রব্য কিনতে যায়, বোরকা পরে যাতে সব দোষ মুসলিম নারীদের ঘাড়ে পড়ে। 

তারপর নাস্তিক নারীদের পতিতাবৃত্তি বিভিন্ন পার্কের চিপায়, চাপায়, বোরকা পরে যায় কিন্তু আমাদের, মানে নাস্তিক নারীদের কোন দোষ হয় না। দোষ হয় মুসলিম নারীদের কারণ মুসলিম নারীরা বোরকা পরে, হাঁ হাঁ হাঁ।

এই ধরনের কৌশল তোদের মতো মূর্খ মোল্লার কি বুঝাতে পারে?

আস্তিক, না দাদা আমরা এই ধরনের কৌশল অবলম্বন করতে পারি না।
এখানেও হেরে গেলাম।

আস্তিকরা আরো অনেক কিছু পারে না ।

পরবর্তী পোষ্টে ছুপা বিতর্কের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো।

পাঠকদের ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।




Post a Comment

0 Comments