সর্বশেষ

2/recent/ticker-posts

ইসলাম ধর্ম মানুষকে সন্ত্রাসী বানায়, মানুষকে হানাহানি শেখায়।

  • #Campúsian-16
    #আল_ফারিস-১১:
    Qn: ইসলাম ধর্ম মানুষকে সন্ত্রাসী বানায়, মানুষকে হানাহানি শেখায়। একটু লক্ষ্য করলেই দেখবে, ইসলামের কালো ছায়া যেখানেই পরেছে সেখানেই অসংখ্য নিরপরাধ মানুষ নিহত হয়েছে। তাই ধর্মহীন পৃথিবীই পারে মানুষকে সংঘাত, হানাহানি থেকে মুক্তি দিতে। সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে।’
    #স্বাধীনতায়_বিশ্বাসী_কারা_নাস্তিক_না_আস্তিক?
    ===✓=✓==✓===✓✓✓✓✓✓✓✓======
    #Ans: যারা ধর্ম মানে না তাঁরা কি হত্যা, হানাহানি আর ধ্বংসযজ্ঞের সাথে জড়িত নয় স্যার?’
    ‘না। অবশ্যই না। ইতিহাস তো আমাদের তেমন কথা বলে না।’
    আপনি মাও সেতুং কে চেনেন ত?’
    ‘আপনি কি জানেন স্যার, মাও সেতুং এর কারণে গণচীনে কি পরিমাণ লোক নিহত হয়েছিলো?’
    তার প্রত্যক্ষ নির্দেশে ৬- ১০ মিলিয়ন লোককে হত্যা করা হয়। কোটি কোটি তার বিরোধিতা করার জন্য জেল খাটতে বাধ্য করা হয়। The Great Leap Forward নামক চরম গোড়া নীতির কারণে ১৯৮৯ সালের জুনে গনহত্যায় প্রায় ১০০০ নিরীহ লোক মারা যায়। জেলে বন্দী অবস্থায় মারা যায় প্রায় ২০ মিলিয়ন লোক। পাশাপাশি দূর্ভিক্ষের কবলে মারা যায় ২০-৪০ মিলিয়ন লোক। ?’
    .
    , ‘আচ্ছা , মাও সেতুং আস্তিক ছিলেন নাকি নাস্তিক ছিলেন?’
    ‘নাস্তিক ছিলেন।’
    ‘১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত যিনি কম্বোডিয়া শাসন করেন, তাঁর নাম কি ছিল, ‘পল পট।‘
    পল পটও তো নাস্তিক ছিলে
    পল পট যখন কম্বোডিয়া শাসন করা শুরু করেন, সে সময়ে কম্বোডিয়ার জনসংখ্যা ছিলো ৮০ লাখ। কিন্তু চার বছর পর যখন তিনি ভিয়েতনাম কর্তৃক উৎখাত হন, সে সময়ে জনসংখ্যা ৫০ লাখে নেমে যায়। এই ৩০ লাখ লোক কোন প্রাকৃতিক দূর্যোগের জন্যে মারা যায় নি স্যার। পল পট প্রশাসনের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে এরা মৃত্যুবরণ করে। আমি কি ঠিক বলছি ?’
    স্যার এবারও কিছু বললনে না।
    আচ্ছা লেলিনকে চিনেন ত??
    কমিউনিষ্ট বলশেভিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে তিনি রাশিয়ার রাজতন্ত্রের অবসান ঘটান। ১৯১৭ সালের অক্টোবরে ষ্ট্যালিনের নেতৃত্বে কমিউজমের অনুসারীরা রাশিয়ার ক্ষমতা দখল করে। এরপর তিনি সেখানে সমাজতন্ত্র প্রতিষ্টা করেন।’
    ‘লেনিনের পরে কে সোভিয়েত ইউনিয়নের শাসক হয়েছিলো স্যার?’
    স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন।’
    জোসেফ স্ট্যালিন o নাস্তিক ছিলেন?
    আচ্ছা , স্টেলিনের সময়কাল কি সংঘাতহীন ছিলো? মানে সে সমাজে কি সাম্য প্রতিষ্ঠা হয়েছিলো?’
    ‘ স্টেলিনের সময়কাল সংঘাতবিহীন ছিলো না। আর তাঁর সময়ে সাম্যও প্রতিষ্ঠিত হয় নি।’
    স্টেলিন ছিলেন সমজতান্ত্রিক পৃথিবীর এক কুখ্যাত নেতা। তিনি তার ৩০ বছর ক্ষমতার জীবনে কমিউনিষ্ট পার্টির আদর্শ বাস্তবায়নের জন্য সন্ত্রাসবাদের আশ্রয় গ্রহণ করেন। এলক্ষ্যে তিনি রাশিয়ার ৮০% জমি রাষ্ট্রীয় করণ করেন। ব্যক্তিগত মালিকানা নীতি অবসানের মাধ্যমে তিনি সকল কিছু রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে আসেন। তার এই অদূরদর্শী পদক্ষেপ ও তার প্রশাসনের দুর্নীতির কারণে রাশিয়ায় দেখা দেয় ভয়াভহ দুর্ভিক্ষ। লক্ষ লক্ষ মানুষ এই দুর্ভিক্ষের কারণে না খেয়ে মৃত্যুমুখে পতিত হয়। শুধুমাত্র ককেশাস অঞ্চলেই মৃতের সংখ্যা ছিল দশ লক্ষ। তিনি তার সময়ে ক্রিমিয়াবাসী ও তুর্কীসহ লক্ষ লক্ষ ব্যক্তিকে দূরতম এলাকায় পাঠিয়ে দেন। ষ্ট্যালিনের কোন নীতিতে বাধাদানকারীদের কে সাইবেরিয়ার ভয়াবহ শ্রম শিবিরে পাঠিয়ে দেন, যা ছিলো একটি জেলখানা। সেখানকার কাজগুলো এতটাই নির্মম ছিলো যে, কাজ করতে ক্রতেই অধিকাংশ বন্দীরা মারা যেত। তার এই ধরণের রক্তাক্ত কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় ২০ মিলিয়ন লোককে হত্যা করা হয়। ঐতিহাসিকগন আরও উল্লেখ করেছেন যে, তিনি এই ধরণের হত্যাকান্ডে প্রচুর আনন্দ পেতেন। ?’
    ==========✓=✓==✓======
    #মানুষের_কর্মের_স্বাধীনতায়_বিশ্বাসী_কারা?
    নাস্তিকরা কখনোই ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে না। তাঁরা মানুষকে জোরপূর্বক ধর্ম থেকে সরিয়ে রাখতে চায়।’
    আলবেনিয়াকে সর্বপ্রথম কোন শাসক নাস্তিক রাষ্ট্র হিসেবে ডিকলেয়ার দেন?’
    ‘Enver Hodja’.
    .
    ‘Enver Hodja ১৯৬৭ সালে তিনি আলবেনিয়ার শাসন ক্ষমতা দখল করেন। এরপর সেখানে নাস্তিকতাবাদের প্রসার ঘটান। তাঁর শাসনামলে কোন কারণ ছাড়াই ধর্মে বিশ্বাসী ব্যক্তিদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। অনেকেই সে কারাগারেই মৃত্যু বরণ করেন। ১৯৬৮ সালে ধর্মে বিশ্বাসী দুইজন পাদ্রী সহ প্রায় পাঁচ হাজার জনকে হত্যা করা হয়। অনুরূপভাবে মুসলিমদের হত্যা করা হয়। ২১৬৯ টি মসজিদ ও গীর্জা বন্ধ করে দেয়া হয়। যার মধ্যে ক্যাথলিক গীর্জা ছিলো ৩২৭ টি। আর এতক্ষণ আমরা যাদের কথা বললাম, এরা সবাই ছিলো নাস্তিক। পাশাপাশি সমাজতন্ত্রী। এরা যখন রাষ্ট্রক্ষমতায় থেকেছে তখন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। তাদের বিরোধী পক্ষের লোকদের ধরে ধরে হত্যা করেছে। পল পটের সময়কালে তো অসংখ্য বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষকদের ধরে ধরে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে ওই সমস্ত লোকদের যারা তাঁর বিরোধিতা করেছে। ঐ সমস্ত লোকদের লাশ ল্যামপোস্টে ঝুলিয়ে রাখা হয়েছে যারা তাঁর বিরোধীপক্ষকে সমর্থন দিয়েছে। মাও সেতুং এর সময়ে তাঁর বিরোধী পক্ষের লোকদের হত্যা করার পর দেহকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। এরপর রান্না করে তা মৃতদের আত্মীয় স্বজনদের দিয়ে ভক্ষণ করানো হয়েছে। ঠিক একই নীতি অনুসরণ করেছে মেনগিস্টো হেইলি মারিয়াম সহ সব নাস্তিক শাসকেরা। তাঁরা তাদেরকেই হত্যা করেছে – যারা তাদের শাসনের বিরোধিতা করেছে, যারা তাদের অন্যায়ের প্রতিবাদ করেছে। এটাই কি সাম্য স্যার? এটাই কি কর্মের স্বাধীনতা? এটাই কি ধর্মীয় স্বাধীনতার নমুনা ?’
    আমার কাছে মনে হয় নাস্তিকরা যে মতবাদকে আঁকড়ে ধরে ছিলো আই মিন কার্ল মার্কসের মতবাদ – সে মতবাদই তাদেরকে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করেছে।’
    রাষ্ট্রবিজ্ঞানী “Samuel Francis বলেন, মার্কস ও এঞ্জেলস সব সময়ই বলেছেন, যে বিপ্লব সব সময় সংঘাতপূর্ণ এবং প্রচণ্ড হতে হবে। বিপ্লবীদেরকে শাসক শ্রেনীর বিরুদ্ধে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। কোন কোন ক্ষেত্রে তারা সন্ত্রাসবাদকে সমর্থনও করেছেন।”
    .
    বিশ্বব্যাপী সমাজতন্ত্রীদের নির্যাতন, অত্যাচার ও বর্বরতা সম্পর্কে Pope Pious XI বলেন, “সমাজতন্ত্র দুইটি জিনিস প্রচার করে ও পেতে চায় – তা হলো নিরবিচ্ছিন্ন শ্রেণি সংগ্রাম এবং ব্যক্তিগত সম্পত্তির সম্পূর্ণ বিলোল সাধন। এ ব্যাপারে তাদের কোন গোপনীয়তা নাই বা কোন গোপন পদ্ধতির কথা বলাও হয় না বরং তা করা হয় জনসমক্ষে, খোলাখুলিভাবে এবং সম্ভাব্য যে কোন পন্থায় তা যত জঘন্য বা বর্বরোচিত-ই হোক না কেন। এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোন ভয়, শ্রদ্ধা, পছন্দের কোন স্থান নেই। ক্ষমতায় আরোহনের পর এ মতবাদ বাস্তবায়নের জন্য যে কোন নিষ্ঠুর ও অমানবিক আচরণ করতে কোন দ্বিধা রাখে না। নিষ্ঠুরভাবে বাস্তবায়ন করে। পূর্ব ইউরোপ ও এশিয়ায় এদের দ্বারা যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে – তা এরই প্রমাণ বহন করে।”
    .
    যদি বলেন ‘তর্কের খাতিরে ধরে নিলাম নেই আপনার কথা সঠিক। কিন্তু মানুষ হত্যা কি কেবল নাস্তিকরাই করেছে? তোমাদের নবী মুহাম্মদ করেন নি? তিনিও তো অমুসলিমদের হত্যা করেছেন। কি করে নি? মুহাম্মদ যে বনু কোরায়জায় শত শত লোককে একসাথে হত্যা করেছিলো সে খেয়াল আছে ?’
    , ‘স্যার মুহাম্মাদ (ﷺ) কি নাস্তিকদের থেকেও বেশি মানুষ হত্যা করেছিলো? মাও সেতুং, লেনিন, পল পটে এদের থেকেও বেশি?’
    .
    মুহাম্মাদ (ﷺ) তাঁর নব্যুয়তী জীবনে অন্যায়ভাবে কাউকে হত্যা করেন নি। ক্ষমতার লোভে কাউকে বন্দী করে রাখেন নি। অহেতুক কাউকে হয়রানি করেন নি। অত্যাচারের কালো হাত ভেঙ্গে দিয়ে, মানবতাকে মুক্তি দিতে তাকেও যুদ্ধে অংশ নিতে হয়েছে। প্রায় সাতাশটির মত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু যুদ্ধকালীন সময়ে তিনি নারী, শিশু, অসহায়দের উপর আঘাত হানেন নি। শত্রুপক্ষের কাউকে পুড়িয়ে মারে নি। বিজিতদের উপর অত্যাচারের ষ্টীম রুলার চালান নি নাস্তিকদের মত। ইতিহাস সাক্ষী – তাঁর চির শত্রু মক্কার কাফিরদের উপর যখন তিনি বিজয় লাভ করেন, তখন তিনি বলেছিলেন ‘আজ তোমাদের উপর কোন অভিযোগ নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। তিনি সবার উপরে শ্রেষ্ঠ’। অথচ নাস্তিকরা যেখানেই ক্ষমতা পেয়েছে সেখানেই হত্যাযজ্ঞ চালিয়েছে। বিরোধী পক্ষকে একেবারে কোণঠাসা করে রেখেছে। কম্বোডিয়া, ভিয়েতনাম, লাউস, উত্তর কোরিয়া, সোভিয়েত ইউনিয়ন সহ যেখানেই তাঁরা শাসন করেছে, সেখানেই ত্রাসের রাজত্ব কায়েম করেছে। The Black Book of Communism পড়লে জানা যায়, তাঁরা মানুষকে আগুনে পুড়িয়ে, পানিতে ডুবিয়ে, হাতুড় দিয়ে পিটিয়ে, অভুক্ত রেখে, বিষ প্রয়োগে, কুকুর দিয়ে কামড়িয়ে হত্যা করেছে। ইতিহাসের পাতাকে যুগে যুগে এই নাস্তিকরাই রক্তাক্ত করেছে।
    .
    নাস্তিক লেনিনের অত্যাচার নিপীড়ন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে Harrison E. Salisbury বলেছেন, ‘সমগ্র মহাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। এ বিল্পবের হোতারা হাজার হাজার হত্যাকাণ্ড ও লক্ষ লক্ষ লোকের মৃত্যু ঘটায়। এই সোভিয়েত সমাজ ব্যবস্থা প্রকৃতপক্ষে একটি ত্রাস ব্যবস্থা হিসেবেই বিবেচনা করা যায়। এর তুলনায় জারতন্ত্র অনেক সহনীয় ও মানবিক হিসেবে আখ্যায়িত করা যায়’।
    .
    নাস্তিকদের আরো কিছু গণহত্যা:
    ৭.৮ কোটি লোক হত্যা করে নাস্তিকদের হাতে!
    https://www.quora.com/How-did-Mao-manage-to-kill-78-million…
    নাস্তিকদের হতে সাট মিলিয়ন হত্যা:
    https://www.quora.com/We-know-that-Stalin-killed-60-million…
    ১৫ কোটি নিরীহ মানুষ হত্যা নাস্তিক শাসকদের হাতে:
    https://www.amazon.com/…/product/1933771364/ref=as_li_ss_tl…
    ৪.৮ কোটি নিরীহ মানুষ হত্যা নাস্তিক শাসকদের হাতে:
    http://www.conservapedia.com/Atheism_and_Mass_Murder
    ‘মুহাম্মাদের (ﷺ) নবুয়্যতী জীবনে যতজন মানুষ নিহত হয়েছে, তাঁর থেকে অনেক অনেক বেশি লোক নিহত হয়েছে নাস্তিকদের একদিনের হত্যাযজ্ঞের দ্বারা। সমাজতন্ত্রী ও নাস্তিকদের জন্যে সোভিয়েত ইউনিয়নে ২০ মিলিয়ন, চীনে ৬৫ মিলিয়ন, ভিয়েতনামে ১ মিলিয়ন, উত্তর কোরিয়াতে ২ মিলিয়ন, পূর্ব ইউরোপে ১ মিলিয়ন, কম্বোডিয়ায় ২ মিলিয়ন, ল্যাটিন আমেরিকায় দেড় লক্ষ, আফ্রিকায় ১.৭ মিলিয়ন, আফগানিস্তানে ১.৫ মিলিয়ন; সব মিলিয়ে প্রায় ১০০ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে। অপরদিকে মুহাম্মাদের (ﷺ) অংশ নেয়া সকল যুদ্ধে নিহতের সংখ্যাটা নিতান্তই সামান্য।’
    .
    যদি মনে করেন, বিপ্লব এত সহজ জিনিস? বিল্পব কি ছেলের হাতের মোয়া – যা চাইলেই পাওয়া যায়? বিপ্লব কোন ছেলেখেলা নয়। একটি সমাজে বিল্পব ঘটাতে হলে কিছু মানুষ নিহত হবে – এটাই নিয়ম। রক্তপাত ছাড়া কি সমাজের আমূল পরিবর্তন সাধন করা যায়? যায় না।’
    ‘অনেক সুন্দর একটা পয়েণ্ট । আমি আপনার সাথে একমত। একটি শিশুও তো রক্তপাত ছাড়া দুনিয়াতে জন্ম নেয় না। তাহলে বিল্পব কীভাবে রক্তপাত ছাড়া হতে পারে? একদম ঠিক কথা স্যার। মুহাম্মাদ (ﷺ) মক্কায় যে বিপ্লব সাধন করেছিলেন তার জন্যেও কিছু রক্তপাত হয়েছিলো। সেটা আমি অবশ্যি স্বীকার করি স্যার। তবে তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি সবথেকে কম রক্তপাতের মাধ্যমে একটি সফল বিপ্লব পরিচালনা করেছিলেন। মুহাম্মাদের (ﷺ) অংশ নেয়া প্রায় সাতাশটি যুদ্ধে নিহত হয়েছিলো মাত্র এক হাজার আঠারো। চিন্তা করতে পারেন স্যার – সংখ্যাটা কত নগণ্য? কত অল্প সংখ্যক প্রাণের বিনিময়ে একটি সমাজবিল্পব তিনি ঘটিয়েছিলেন’।
    ============
    .(লেখার সমস্ত ইনফরমেশন Jakaria Masud ভাইয়ের সংবিৎ বই থেকে নিয়া।আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন।)
    পোস্টটি পুনঃনিরীক্ষণের জন্য রিকোয়েস্ট করছি:
    Nayan Chowdhury
    Shohel Rana
    Mohammad Abdul Mabud ভাইকে
    ___________________________
    তথ্যসূত্রঃ
    1) আল কোরানুল কারীম।
    2) বুখারী, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহিহ, অধায়ঃ কিতাবুল জিহাদ, (ইসলামিক ফাউণ্ডেশন, বাংলাদেশ, একাদশ সংস্করণ, জুন, ২০১৩)।
    3) ইবনুল কায়্যিম, যাদুল মাআদ, অধ্যাপক আখতার ফারুক অনূদিত, (বিশ্বকল্যাণ পাবলিকেশন, ২য় সংস্করণ, ২০১৫)।
    4) আবুল হাসান আলী নদভী, নবীয়ে রহমত, (মজলিশ নাশিরাত-ই-ইসলাম, জুলাই, ১৯৯৭)।
    5) St.phane Courtois, Nicolas Werth, Jean-Louis Pann., Andrzej Paczkowski, Karel Bartosek, Jean-Louis Margolin, The Black Book of Communism, (Harvard University Press, 1999)
    6) Samuel T. Francis, The Soviet Strategy of Terror, (The Heritage Foundation, 1981)
    7) Harun Yahya, The Disaster Darwinism Brought Humanity, ( Al-Attique Publishers Inc. Canada, 2001)
    8) The World Was Going Our Way: The KGB and the Battle for the Third World (https://books.google.com/books?id=4eSR1rHg5_YC&pg=PA457 ) by Christopher Andrew and Vasili Mitrokhin, pg 457
    9) US admits helping Mengistu escape (http://news.bbc.co.uk/2/hi/africa/575405.stm ) BBC, 22 December,1999
    10) Talk of the Devil: Encounters with Seven Dictators by Riccardo Orizio, pg 151
    11) "Ethiopian Dictator Sentenced to Prison" (http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/ 01/11/AR2007011100243.html) by Les Neuhaus, The Associated Press, 11 January 2007
    12) clayton, Jonathan. "Guilty of genocide: the leader who unleashed a ‘Red Terror’ on Africa | The Times"
    (http://www.thetimes.co.uk/tto/law/article2216081.ece). The Times. Retrieved 2017-01-08.
    13) Heuveline, Patrick (2001). "The Demographic Analysis of Mortality in Cambodia." In Forced Migration and Mortality, eds. Holly E. Reed and Charles B. Keely. Washington, D.C.: National Academy Press
    14) Robert Templer, Pol Pot's Legacy of Horror, The Age, April 18, 1998, http://dithpran.org/PolPotegacy.htm
    15) V.I. Brovkin, Behind the Front Lines of the Civil War: Political Parties and Social Movements in Russia, 1918- 1922, Princeton: Princeton University Press, 1981
    16) Harrison E. Salisbury, "Reading The Gulag Archipelago is like no other reading experience of our day," Book-of-the- Month Club NEWS, Midsummer, 1974,
    17) Wikipedia, Article: Mao Zedong, https://en.wikipedia.org/wiki/Mao_Zedong
    18) Wikipedia, Article: Joseph Stalin, https://en.wikipedia.org/wiki/Joseph_Stalin
    19) Wikipedia, Article: Vladimir Lenin,
    https://en.wikipedia.org/w/index.php…
    20) Wikipedia, Article: Pol Pot,
    https://en.wikipedia.org/w/index.php…
    21) Wikipedia, Article: Mengistu Haile Mariam
    https://en.wikipedia.org/w/index.php…
    No photo description available.