স্বপ্নগুলো
রবিউল ইসলাম
স্বপগুলো নিত্য দিনেই
যত্ন করে আঁকি,
একটার পর একটা বুনে
রত্ন করে রাখি।
স্বপ্ন দেখি পাখির মত
থাকবে দুটি ডানা,
দশ-দিগন্তে উড়াল দিবো
নেইতো কোন মানা।
স্বপ্ন দেখি নদীর মত
ঝর্ণার জল লুটি,
দিবা-রাতি বাঁক মাড়িয়ে
সাগর পানে ছুটি।
স্বপ্ন দেখি পাহাড় হবো
থাকবে অনেক ভার,
আমায় দেখে দীক্ষা পাবে
কষ্ট আছে যার।
স্বপ্ন দেখি ফুলের মত
সকাল - সাঁঝে ফুটি,
মন মাতানো সুভাস দিয়ে
সবার হৃদয় লুটি।
স্বপ্ন আমার অযুত-নিযুত
স্বপ্ন লাখো কোটি
দিনের শেষে স্বপ্ন আমার
দু-মুঠো ভাত,রুটি।
রচনাকালঃ
২৩/০২/১৯ ঈসায়ী
রবিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়
রবিউল ইসলাম
স্বপগুলো নিত্য দিনেই
যত্ন করে আঁকি,
একটার পর একটা বুনে
রত্ন করে রাখি।
স্বপ্ন দেখি পাখির মত
থাকবে দুটি ডানা,
দশ-দিগন্তে উড়াল দিবো
নেইতো কোন মানা।
স্বপ্ন দেখি নদীর মত
ঝর্ণার জল লুটি,
দিবা-রাতি বাঁক মাড়িয়ে
সাগর পানে ছুটি।
স্বপ্ন দেখি পাহাড় হবো
থাকবে অনেক ভার,
আমায় দেখে দীক্ষা পাবে
কষ্ট আছে যার।
স্বপ্ন দেখি ফুলের মত
সকাল - সাঁঝে ফুটি,
মন মাতানো সুভাস দিয়ে
সবার হৃদয় লুটি।
স্বপ্ন আমার অযুত-নিযুত
স্বপ্ন লাখো কোটি
দিনের শেষে স্বপ্ন আমার
দু-মুঠো ভাত,রুটি।
রচনাকালঃ
২৩/০২/১৯ ঈসায়ী
রবিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়
0 Comments
Thanks for your comment