সর্বশেষ

2/recent/ticker-posts

"কবিতা-আমি আবার হবো কবি" জিয়ানুর রহমান

" কবিতা-আমি আবার হবো কবি"
জিয়ানুর রহমান

দীর্ঘ কেটেছে সাহিত্যের পাতায়,
অষ্ট-দ্বাদশে ছিল কবিতা খাতার পাতায়।
বোধগম্য সীমাবদ্ধ থেকে লেখা ছিল কাল্পনিক,
লেখক,কবি, সাহিত্যিক হবো ছিল স্বাপ্নিক।

দীর্ঘ কেটেছে সাহিত্যের পাতায়,
কলম ছিল গানে,নাট্যে, উপন্যাস রঙ্গময়।
ছিল তাহা রঙ মাখানো মিথ্যার বুলি
সেথায় মানুষ সুখ খোঁজে জানি।

দীর্ঘ কেটেছে ইতিহাসের পাতায়,
মৃত তবে সত্য আছে সেথায়।
জেনেছি মুসলিমদের বীরত্বের কথা,
পিছিয়ে আছি কবিতার ছলনায়।

দীর্ঘ কেটেছে সাহিত্যের পাতায়,
বুঝেছি ভ্রান্ত ছিল মিথ্যা কবিতায়।
মুসলিমকে গ্রাস করেছে
মিথ্যা সাহিত্যের মঞ্চনায়।

দীর্ঘ কেটেছে কুরআন-সুন্নায়,
ফুটেছে সুক্ষ চক্ষুদ্বয়।
তাই তো স্বপ্ন দেখি
আমি আবার হবো কবি।

যে কবিতার ভাষা হবে সত্য-সুন্দর
যেখানে থাকবেনা মিথ্যার পরামানন্দ।
স্বপ্ন দেখি যুবক তুমি হবে সত্যের ক্ষুরধার,
ফিরিয়ে আনো সত্যের সানন্দ।

দীর্ঘ কেটেছে সাহিত্যের পাতায়।
তাই তো স্বপ্ন দেখি,
আমি আবার হবো কবি,
সত্যের বানি জানাবো কবিতায়।

রচনাঃ-২৯-৭-২০২০
সময়ঃ- সকাল ৯.৪০-১০ টা। 
জিয়ানুর রহমান
কবিতা-আমি আবার হবো কবি

চার বছর পরে কবিতা লেখার চেষ্টা,
পূর্বের গুলি ছিল জটিলতায় ভরা।
কপি করলে নাম মেনশন করবেন।
কুম্ভিলকতা সার্থকতা নয় ব্যর্থতা বয়ে নিয়ে আসে।

Post a Comment

0 Comments