ঐক্যের গান
মাসুদুর রহমান
হে প্রিয় মুসলিম ভাই অনেক হয়েছে বিভেদ, আর নয়;
এবার এসেছে এক হওয়ার সময় ।
পরিচয় আমার মুসলিম, আর ইসলাম আমার দ্বীন ।
আমি নই সুন্নি কিংবা শিয়া ; নই আমি হানাফী অথবা শাফেয়ী,
আমি নই হাম্বলী, মালেকী, আহলে হাদিস কিংবা সালাফী।
আমি নই সুন্নি কিংবা শিয়া ; নই আমি হানাফী অথবা শাফেয়ী,
আমি নই হাম্বলী, মালেকী, আহলে হাদিস কিংবা সালাফী।
যারা মহান রবের বিধান মেনে রাসুল (সাঃ)এর পথে
জীবন চালাতে চায়,
জীবন চালাতে চায়,
তারা সবাই আমার ভাই।
কে শিবির,কে. তাবলীগ,কে চরমোনাই,কে জামায়াত
এগুলোর কিছুই আমার দেখার সময় নাই ।
কে শিবির,কে. তাবলীগ,কে চরমোনাই,কে জামায়াত
এগুলোর কিছুই আমার দেখার সময় নাই ।
আমি বিশ্বাস করি সমস্ত মুসলিম উম্মাহ
আমরা একটি দেহ ।
তারা ,আমার আর আমি তাদের একই দেহের অংশ;
আমরা সবাই ভাই ভাই।
তারা ,আমার আর আমি তাদের একই দেহের অংশ;
আমরা সবাই ভাই ভাই।
তাই যদি কোথাও কোনো ময়লা অথবা
কোনো ক্ষত থেকেই থাকে;
সেটা আমার দেহের ই অংশ ।
সেটা আমার দেহের ই অংশ ।
আর তা পরিষ্কারের দায়িত্ব আমারই;
তবে আগুনে পুড়িয়ে বা অঙ্গ বিচ্ছেদে নয়
বরং আমি দরদ ভরা
তবে আগুনে পুড়িয়ে বা অঙ্গ বিচ্ছেদে নয়
বরং আমি দরদ ভরা
অন্তর নিয়ে আলতো করে শিশিরের
পরশ বুলিয়ে সেই ময়লা বা ক্ষত ধুয়ে মুছে সাফ করে ফেলতে চাই ।
আমি ঐ ঐশি আলোয় আলোকিত হয়ে,
এই ঘোর অন্ধকার আর জটলা থেকে মুক্ত হয়ে ফিরে যেতে চাই
সেই সোনালী যুগে;
যেখানে ছিল ইখতিলাফ, না ছিল কোনো ইফতিরাক ।
এই ঘোর অন্ধকার আর জটলা থেকে মুক্ত হয়ে ফিরে যেতে চাই
সেই সোনালী যুগে;
যেখানে ছিল ইখতিলাফ, না ছিল কোনো ইফতিরাক ।
হে প্রিয় মুসলিম ভাই, অনেক তো হলো আর কত ?
এসো না এবার এক হই ।
এসো না এবার এক হই ।
Masudur Rahman
Govt. Azizul Haque College Bogura
0 Comments
Thanks for your comment